রবীন্দ্রকবিতা সঞ্চয়ন অন্তরঙ্গ পাঠ
- বার্নালি হাজরা, দিলিপ কুমার দিগার
গ্রন্থটি রবীন্দ্রনাথের কিছু কবিতার মননশীল আলোচনা। গ্রন্থটির প্রথমাংশ সামগ্রিক রবীন্দ্রকবিতা আলোচনার পূর্বে খুবই প্রাসঙ্গিক এবং শেষে আর একটি আকর্ষণ - রবীন্দ্র গ্রন্থপঞ্জী। তাই ছাত্র-ছাত্রী, গবেষক ও রবীন্দ্রানুরাগী পাঠকের কাছে গ্রন্থটির মূল্য অপরিসীম।