ড: স্বপ্না নাথ ডি.এইচ.এস.কে. কমার্স কলেজের অধ্যাপিকা। জন্ম অসমের হাইলাকান্দি জেলায় ১৯৭৪ সালে। আসাম। বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম.এ. এবং পি.এইচ.ডি. ডিগ্রী লাভ। অসমীয়া, বাংলা তথা ইংরাজী ভাষার প্রাবন্ধিক। মেয়েদের রাজনৈতিক, আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক জীবনযাত্রার মান ও তাদের নিজস্ব পরিসর সন্ধান তার গবেষণার ক্ষেত্র। নারী পুরুষ মিলিত সুস্থ সমাজে এক সামগ্রিক যুক্তিবাদী লিঙ্গ ন্যার-এ বিশ্বাসী লেখিকা।